ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

তিন দফা দাবিতে উত্তাল বুয়েট ক্যাম্পাস

তিন দফা দাবিতে উত্তাল বুয়েট ক্যাম্পাস, ছবি: হোসাইন আহমেদ ।

ঢাবি প্রতিনিধি : সরকারি চাকরিতে প্রকৌশল পেশায় ডিপ্লোমাধারীদের ‘অন্যায্য প্রাধান্য’ এবং বিএসসি প্রকৌশলীদের প্রবেশাধিকারে বাধা সৃষ্টির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস।

আজ ঙ্গলবার (৮ জুলাই) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন বুয়েটের শিক্ষার্থীরা। মিছিল ঘিরে তারা বিভিন্ন স্লোগান দেন এবং হাতে রাখেন প্ল্যাকার্ড। সেখানে লেখা ছিল-‘জুলাইয়ে গেলো হাজার প্রাণ, করতে কোটার পুনর্বাসন?’ ‘কোটার নামে অবিচার বন্ধ করো’ ‘প্রকৌশলীদের সকল পদ, শুধুই প্রকৌশলীদের অধিকার’ ইত্যাদি।

শিক্ষার্থীরা জানান, সরকারি চাকরির নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের জন্য বরাদ্দ পদ দিন দিন সংকুচিত হচ্ছে। অথচ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর তা বাতিল করে অনেক ক্ষেত্রে ডিপ্লোমাধারী উপ-সহকারী প্রকৌশলীদের নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হচ্ছে। তারা বলেন, ‘প্রকৌশলখাতে চলছে চরম বৈষম্য। নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে বিএসসি প্রকৌশলীদের প্রতি অবিচার করা হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে প্রচলিত নিয়ম অনুযায়ী শূন্যপদের ৩০ শতাংশ পদোন্নতির বিধান থাকলেও তা মানা হচ্ছে না। বরং ডিপ্লোমাধারীদের জন্য অভ্যন্তরীণ কোটা সংরক্ষণ করে প্রকৃত এন্ট্রি লেভেল পদে নিয়োগে বাধা সৃষ্টি করা হচ্ছে।’ তাদের অভিযোগ, এতে করে সংবিধানসম্মত সমতা নীতির লঙ্ঘন ঘটছে এবং মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

আরও পড়ুন

এই পরিস্থিতির প্রেক্ষিতে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন :

১. বিএসসি প্রকৌশলীদের জন্য নির্ধারিত এন্ট্রি লেভেল (নবম গ্রেড) পদে ডিপ্লোমাধারীদের জন্য অভ্যন্তরীণ কোটা বাতিল
২. পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পুনরায় চালু ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতকরণ
৩. প্রকৌশল খাতে সংবিধানসম্মত সমতা এবং ন্যায্যতা নিশ্চিত করা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ঘুষের বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

বাংলাদেশকে ২৮৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা

পাবনার গাজনার বিলে স্লুইসগেটের পানি ছাড়ায় তলিয়ে গেছে ২শ’ বিঘা জমির আমন ধান

চীনে স্কুলে খাবারে রং, সিসার বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু

বরিশালে নতুন করে হাসপাতালে ভর্তি ১২০ ডেঙ্গু রোগী