ভিডিও

চুয়াডাঙ্গায় গাছের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত 

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৮:১১ রাত
আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৮:১১ রাত
আমাদেরকে ফলো করুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে গাছের নিচে চাপা পড়ে সাইদুর (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে দিকে উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
সাইদুর রহমান উপজেলার কেডিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাজী পাড়ার মৃত মুনতাজের ছেলে। 

কেডিকে ইউনিয়ন পরিষদের সদস্য আব্বাস উদ্দিন জানান, সাইদুর দীর্ঘদিন ধরে গাছ কাটা শ্রমিকের কাজ করেন। প্রতিদিনের ন্যায় উপজেলার সন্তোষপুর গ্রামে বাগান মালিকসহ ১১জন শ্রমিক গাছ কাটতে যান। একপর্যায়ে তিনি অর্ধেক কাটা হেলানো গাছের নিচে বসেছিলেন। এ সময় হঠাৎ গাছটি হেলে তার দিকে পড়ে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
এ বিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইয়াসিন আরাফাত জানান, হাসপাতালে আনার আগেই সাইদুর রহমানের মৃত্যু হয়। 
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, কাটার সময় গাছের নিচে চাপা পড়ে সাইদুর রহমান মারা যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS