ভিডিও

বিছানা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৭:৫২ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৭:৫২ বিকাল
আমাদেরকে ফলো করুন

ঝিনাইদহ প্রতিনিধি : ঘরে খাটের ওপর পড়ে ছিল মুঞ্জরী রানী (৪০) নামে এক গৃহবধূর মরদেহ। পাশেই পড়ে ছিল তরকারি কাটা বটি ও ছাদে ফ্যান ঝুলানোর রডের সঙ্গে ঝুলছিল ওড়নার কিছু অংশ। রোববার রাত ১০টার দিকে এমনই অবস্থায় স্থানীয়দের মাধ্যমে খবরে পেয়ে ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর মধ্যপাড়ার ভাড়া বাসা থেকে মুঞ্জরী রানীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় মরদেহটি। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মুঞ্জরী রানীর দ্বিতীয় স্বামী ইমন কুমার। মুঞ্জরী রানী শহরের চাকলাপাড়া এলাকার কালীকিংকর বিশ্বাসের মেয়ে। তিনি কাঞ্চনপুর এলাকায় ভাড়া বাসায় স্বামী ইমন কুমারের সঙ্গে বসবাস করতেন। ইমনের বাড়ি কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামে।

স্থানীয়রা জানায়, চলতি মাসে কাঞ্চনপুর উত্তর পাড়ার ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস শুরু করেন মুঞ্জরী রানী। হঠাৎ রোববার রাতে কিছু একটা শব্দ শুনে ওই বাড়িতে যান এলাকার কিছু মানুষ। পরে ঘরের দরজা খোলা থাকায় ভেতরে গিয়ে দেখা যায় বিছানায় মুঞ্জরী রানীর মরদেহ পড়ে আছে। মুঞ্জরী রানী ও স্বামী ইমন কুমার এর মধ্যে কোনো ঝগড়া বিবাদের খবরও শোনেননি বলে জানান তারা।

মৃত মুঞ্জরী রানীর মা চাকলাপাড়া এলাকার বাসিন্দা স্বরসতী অধিকারী জানান, মেয়ের প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দুই বছর আগে ইমনের সঙ্গে বিয়ে হয়। এরপর কিছুদিন হলো তারা এখানে বসবাস শুরু করেছে। তবে কয়েকজন প্রতিবেশী জানান, মায়ের সঙ্গে বিভিন্ন সময় পাপড় বিক্রি করতেন মুঞ্জরী রানী। কিছুদিন আগে হামদহ জেলা পরিষদ মার্কেটে একটি দোকান নেন তার স্বামী। কয়েকদিন আগে থেকেই তার স্বামী ইমন দোকানে মালামাল তোলার জন্য শ্বশুরবাড়ি থেকে টাকা আনার কথা বলছিলেন। এ নিয়ে তাদের মধ্যে ঝামেলাও হয়েছে শুনেছি। এসবের জেরেই এই মৃত্যুর ঘটনাটি ঘটতে পারে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন উদ্দিন জানান, মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS