ভিডিও

বাগেরহাটে মুদিদোকানে আগুন কিশোরের মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৬:৪৪ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৬:৪৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় মুদি দোকানে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে আমিনুর রহমান মুন্সি (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন হাবিবুর রহমান শেখ (২০) ও হৃদয় ওরফে অন্তর শেখ (১৮) নামে আরও দুইজন। শুক্রবার বিকেল ৪টার দিকে কচুয়া উপজেলার কামারগাতি গ্রামে বাগেরহাট-চিতলমারী সড়কের পাশের মো. বাচ্চু শেখের মুদিদোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানটিতে মুদি পণ্যের পাশাপাশি গ্যাস সিলিন্ডার ও ডিজেল-পেট্রোল বিক্রি করা হতো। অগ্নিকান্ডে দগ্ধ তিনজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় আমিনুর ও হাবিবুর রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমিনুর রহমানের মৃত্যু হয়। এছাড়া হাবিবুর রহমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং হৃদয় বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত আমিনুর রহমান মুন্সি কচুয়া উপজেলার ধোপাখালী এলাকার রেজাউল মুন্সির ছেলে। আহত হাবিবুর রহমান শেখ একই এলাকার লুৎফর রহমান শেখের ছেলে এবং হৃদয় শেখ একই এলাকার মৃত সোমেল শেখের ছেলে। দোকান মালিক বাচ্চু হৃদয় শেখের দাদা হন।

ধোপালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন জানান, বিকেলে মুদিদোকানে আগুন লাগায় তাৎক্ষণিকভাবে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে আমিনুরের মৃত্যু হয়।

চিতলমারী ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের স্টেশন অফিসার এসএম আব্দুল ওয়াদুদ বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ওই ব্যবসায়ীর অন্তত তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ১০ লক্ষাধিক টাকার পণ্য উদ্ধার করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS