ভিডিও

কিশোরগঞ্জে ভেজাল ও নোংরা পরিবেশ, দুই প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশিত: এপ্রিল ০৩, ২০২৪, ০৭:২৮ বিকাল
আপডেট: এপ্রিল ০৩, ২০২৪, ০৭:২৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভেজাল ও নোংরা পরিবেশের দায়ে ২ প্রতিষ্ঠানের জরিমানা করেছে নীলফামারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালকের নেতৃত্বে কিশোরগঞ্জ উপজেলায় অভিযান চালানো হয়।

অভিযানে ভেজাল খাদ্যসহ কৃত্রিম রং মিশিয়ে লাচ্ছা ও সেমাই তৈরির দায়ে বড়ভিটার খুশি বেকারীর ৭ হাজার টাকা ও কিশোরগঞ্জ বাজারের বৈশাখী হোটেলে নোংরা পরিবেশের দায়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সুপার আহম্মেদ আলী শাহ।

নীলফামারীর ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সামসুল আলম জানান, ভেজাল খাদ্য, কৃত্রিম রঙ ও নোংরা পরিবেশের কারণে দু’টি প্রতিষ্ঠানের ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS