বগুড়ায় তাপমাত্রা বাড়ছেই, বৃষ্টির কোন লক্ষণ নেই
স্টাফ রিপোর্টার : মাঝের দুই দিন তাপমাত্রা একটু কম থাকলেও আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বগুড়ার তাপমাত্রা আরও বেড়েছে। গত দুই সপ্তাহ জুড়ে বগুড়ার তাপমাত্রার পারদ গড়ে ৩৮ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে অবস্থান করায় জনজীবনে অসহনীয় হয়ে উঠেছে। আবহাওয়া অফিস বলছে আগামী এক সপ্তাহ বৃষ্টি হওয়ার ও তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই।
বগুড়া আবহাওয়া অফিস সূত্র জানায় আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বগুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। আগেরদিন ছিল ৩৮ ডিগ্রী সেলসিয়াস।
আরও পড়ুনসবমিলিয়ে প্রচন্ড গরম আর তাপদাহ সহ্য করতে হবে বগুড়াসহ পুরো উত্তরাঞ্চল ও প্রাণিকূলকে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।
মন্তব্য করুন