হরিপুরে পৃথক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষক
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে খড়ের পালায় পথচারীর ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। হরিপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আজ শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর দুইটায় উপজেলার ঢাকদহ গপালপুর গ্রামের কৃষক মজিবর রহমানের বাড়িতে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় কৃষক মজিবরের ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান। অপরদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মানিকখাড়ি গ্রামে ছাইয়ের স্তুপের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনায় আব্বাস, ফারুখসহ তিন কৃষকের ৫টি ঘর মালামালসহ আগুনে পুড়ে যায়।
এ সময় তিন পরিবারের ৯টি গরু অগ্নিদগ্ধ হয় এবং ৪টি গরু মারা যায়। এতে তিন পরিবারের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানায়।
আরও পড়ুনহরিপুর ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফায়ার সার্ভিস কর্মীরা বলেন, অতিরিক্ত তাপদাহের কারণে আগুনের প্রবনতা বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে সকলকে স্বচেতন হওয়া উচিৎ।
মন্তব্য করুন