ভিডিও সোমবার, ১১ নভেম্বর ২০২৪

বালিয়াডাঙ্গীতে আন্ত:জেলা মলম ও অজ্ঞান পার্টির ৩ জন সদস্য আটক

প্রতীকী ছবি

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট ছোপড়া গ্রামে চেতনানাশক ওষুধসহ ঠাকুরগাঁও আন্ত:জেলার মলম ও অজ্ঞান পার্টির ৩ জন সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।

গত শুক্রবার রাতে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাট ছোপড়া গ্রাম এলাকায় আবু সায়েদের হোটেল হতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযানে ঠাকুরগাঁও আন্ত:জেলার মলম ও অজ্ঞান পার্টির ৩ সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর গ্রামের মৃত আছিল উদ্দীনের ছেলে মো. জামিরুল ইসলাম (৩৮), একই গ্রামের নুর ইসলামের ছেলে মো. আব্দুর রাজ্জাক (২৮), বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো. ফারুক হোসেন (৩৩)।

আরও পড়ুন

পুলিশ তাদেরকে আটক করে পরিহিত পেন্ট থেকে তল্লাশি চালিয়ে চেতনানাশক ওষুধ উদ্ধার করে। আটককৃতদের নামে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীসহ বিভিন্ন এলাকায় অসংখ্য মামলা রয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান, আটককৃতরা ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারসহ বিভিন্ন জেলার বাসাবাড়িতে মানুষকে অজ্ঞান করে থাকে। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা রয়েছে। পুলিশ গতকাল শনিবার আটককৃতদের ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা কোম্পানি

বগুড়ায় আ’লীগের বিচারের দাবিতে গণজমায়েত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান | KMSC | Daily Karatoa

রংপুরে বিএসটিআই’র অভিযান ২৫ হাজার টাকা জরিমানা

নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মোহাম্মদ ইউসুফ