ভিডিও

রিমেলের প্রভাবে নাটোরে আম ভুট্টাসহ রবি শস্যের ক্ষতি

প্রকাশিত: মে ২৭, ২০২৪, ০৯:২০ রাত
আপডেট: মে ২৭, ২০২৪, ০৯:২০ রাত
আমাদেরকে ফলো করুন

নাটোর প্রতিনিধি : ঘুর্ণিঝড় রিমেলের প্রভাবে স্থবির হয়ে পড়েছে নাটোরের জনজীবন। গতকাল রোববার ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে থেমে থেমে তীব্র ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে আম, ভুট্টা, কলাসহ রবি শস্য। উপড়ে পড়েছে বহু গাছ।

ঝড়ে সিংড়া উপজেলার চৌগ্রাম-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে গাছ পড়ে দীর্ঘসময় বন্ধ থাকে সড়কে সবধরনের যান চলাচল। পরে স্থানীয়রা গিয়ে সড়ক থেকে গাছটি অপসারণ করলে যান চলাচল স্বাবাবিক হয়।

বৃষ্টিতে অনেক স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহর ছিল ফাঁকা জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি কেউই। তবে কাজে বের হতে না পেরে নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগে পড়তে হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, আবহাওয়া কিছুটা স্বভাবিক হলে ক্ষয় ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS