ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

ধুনটে নির্বাচনী এজেন্টকে ছুরিকাহত করায় শ্রমিকলীগ নেতাসহ গ্রেপ্তার ২

প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের এজেন্টকে ছুরিকাহত করার অভিযোগে করা মামলায় শ্রমিক লীগ নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার অলোয়া গ্রামের নওশের আলীর ছেলে মথুরাপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সোহেল রানা (৪২) ও একই গ্রামের মজিবর রহমানের ছেলে আসাদুল হক (৫৫)।

আজ মঙ্গলবার (৪ জুন) বিকেলের দিকে উপজেলার মথুরাপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা গেছে আজ ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিক ইকবাল সনি (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলার অলোয়া গ্রামের আজিবর রহমানের ছেলে নয়ন ইসলাম (৫০) মথুরাপুর আমেনা-ময়েন সিনিয়র মাদ্রাসা ভোট কেন্দ্রে আনারস প্রতীকের পোলিং এজেন্ট মনোনিত হন। একই গ্রামের শ্রমিকলীগ নেতা সোহেল রানা, আসাদুল হক ও তার লোকজন নয়নকে আনারস প্রতীকের এজেন্টের দায়িত্ব ছেড়ে দিতে বলে।

আরও পড়ুন

 কিন্ত নয়ন তাদের কথায় রাজি না হলে তারা ক্ষুব্ধ হয়ে সোমবার রাত ১০টার দিকে হুকুম আলী-মথুরাপুর পাকা সড়কের অলোয়া বটতলা এলাকায় ছুরিকাঘাত করে। এ সময় নয়নের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে নয়নকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দিয়েছে।

এ ঘটনায় নয়ন ইসলাম বাদি হয়ে মঙ্গলবার সকালের দিকে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলা সোহেল রানা ও আসাদুল হকসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭-৮জনকে আসামি করেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় বন্ধুকে কুপিয়ে হত্যা

রেকর্ড গড়ে উইম্বলডনের নতুন রানি শিয়াটেক

কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা স্বামীর 

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের দিনব্যাপী ‘দক্ষতা উন্নয়ন কর্মশালা’

সিইসির সঙ্গে বৈঠকে পাটোয়ারী-হাসনাত-সারজিসরা

বগুড়া সারিয়াকান্দিতে যুবকের রহস্যজনক মৃত্যু