ভিডিও শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

বগুড়া নন্দীগ্রামে সরিষার বাম্পার ফলনের আশা 

বগুড়া নন্দীগ্রামে সরিষার বাম্পার ফলনের আশা। ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে চলতি রবি মৌসুমে সরিষা চাষের জমি কমেছে। কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা থাকলেও উৎপাদনে বিমুখ চাষিরা। এ বছর উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে ৫ হাজার ৪৬৬ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।

যা গতবছর ছিল ৭ হাজার ২০০ হেক্টর। ভোজ্যতেল হিসেবে সরিষা চাষে চাহিদা থাকলেও এবার কৃষি বিভাগের লক্ষ্যমাত্রায় আঘাত লেগেছে। এ অবস্থায় কর্মকর্তারা বলছেন, জমি কমলেও উৎপাদনে খুব একটা প্রভাব পড়বে না। এখন পর্যন্ত ছত্রাক বা রোগবালাই না থাকায় বাম্পার ফলনের আশা করছেন।

কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলার সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে সরিষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চাষিরা ৫ হাজার ৪৬৬ হেক্টর জমিতে আবাদ করেছেন। গত মৌসুমে ৭ হাজার হেক্টর জমির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষাবাদ ও রেকর্ড পরিমাণ সরিষা উৎপাদন হয়েছিল।

এ ফসল চাষে জমির উর্বরতা বাড়ে। বীজ বপন থেকে ৭০-৭৫ দিনে তেমন সেচ দিতে হয় না। মাটির নিচে সামান্য পরিমাণ রাসায়নিক সার দিলেই চলে। অন্যান্য ফসলের তুলনায় সরিষা চাষে খরচ কম। এতে চাষিরাও লাভের মুখ দেখেন। চলতি বছর আমন আবাদে নির্ধারিত সময়ে জমি প্রস্তুত করতে পারেননি কৃষকেরা। ধান কাটতেও দেরি হয়।

আরও পড়ুন

ওমরপুর গুন্দইল গ্রামের চাষি বেলাল হোসেন টুকু জানান, গত বছর বিঘা প্রতি জমিতে গড়ে ৭-৮ মণ সরিষা ফলন হয়েছিল। চলতি মৌসুমের ২৫ অক্টোবর থেকে ১৫ তারিখের মধ্যে বীজ বপন করেছেন। সরিষার ফুল ফুটেছে। এখনো রোগবালাই নেই, তিনি বাম্পার ফলনের আশা করছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজীউল হক জানান, চাষের জমি কমলেও এ বছর কৃষকেরা সরিষায় বেশি লাভবান হবেন। আবহাওয়া অনুকূলে থাকায় উচ্চ ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্ন তারকাকে ঘুস, ডোনাল্ড ট্রাম্পকে সাজা এবং রেহাই

খালেদা জিয়া খাচ্ছেন তারেক রহমানের বাসায় তৈরি খাবার 

প্রথম জয় পেলো সিলেট : শাকিব খানের ঢাকার টানা ছয় হার

পাবনার বেড়ায় কর্মহীন মৃৎশিল্পীরা ঝুঁকে পড়ছেন অন্য পেশায়

বগুড়ার তালোড়ায় পারভিন সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও

নীলফামারীর সৈয়দপুরে দোকানের তালা কেটে ৮ লাখ টাকা চুরি