ভিডিও শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে দোকানের তালা কেটে ৮ লাখ টাকা চুরি

নীলফামারীর সৈয়দপুরে দোকানের তালা কেটে ৮ লাখ টাকা চুরি। প্রতীকী ছবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির মাত্র ১৫০ গজের মধ্যে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।  গতকাল বৃহস্পতিবার গভীর রাত  থেকে আজ শুক্রবার (১০ জানুয়ারি) ভোরের যে  কোন সময় শহরের প্রাণকেন্দ্র শহীদ জহুরুল হক সড়কে মেসার্স রহমত ট্রেডার্সে ওই চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের তালা কেটে নগদ  ৮ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে সকালে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলছেন, চুরির রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারে  চেষ্টা অব্যাহত রয়েছে।

দোকান মালিক রাত সোয়া একটার  দিকে দোকান বন্ধ করে সকলে নিজ বাড়ি চলে যান। পরদিন  সকাল সাড়ে ৮ টার দিকে লোকমুখে দোকানের সার্টারের তালা ভাঙ্গা থাকার বিষয়টি জানতে পারেন  তিনি। এ ঘটনার খবর পেয়ে তিনি তৎক্ষণাৎ দোকানে ছুটে আসেন এবং দেখেন চোরেরা দোকানে রাখা ফাইল কেবিনেটটি নিয়ে গেছে।  দোকানের ফাইল কেবিনেটটিতে আগের দিনের বেচাবিক্রির নগদ ৮ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের চেক জমা বইসহ ব্যবসায়িক প্রয়োজনীয় কাগজপত্র ছিল বলে জানা গেছে।

ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রহমত উদ্দিন রাব্বি জানান, দোকানে  থাকা সিসিটিভিতে  দেখা যায়, মুখোশ পড়া চোরেরা দোকানে প্রবেশ করে দোকানের জিনিসপত্র তছনছ করে। পরে সেখানে রাখা ফাইল কেবিনেটটি নিয়ে চলে যায়।

আরও পড়ুন

চুরির সংবাদ পেয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ। এ ঘটনায় দোকান মালিক রহমত উদ্দিন সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন বলেন, চুরির রহস্য উদঘাটনে তদন্ত এবং জড়িতদের  গ্রেপ্তারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্ন তারকাকে ঘুস, ডোনাল্ড ট্রাম্পকে সাজা এবং রেহাই

খালেদা জিয়া খাচ্ছেন তারেক রহমানের বাসায় তৈরি খাবার 

প্রথম জয় পেলো সিলেট : শাকিব খানের ঢাকার টানা ছয় হার

পাবনার বেড়ায় কর্মহীন মৃৎশিল্পীরা ঝুঁকে পড়ছেন অন্য পেশায়

বগুড়ার তালোড়ায় পারভিন সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও

নীলফামারীর সৈয়দপুরে দোকানের তালা কেটে ৮ লাখ টাকা চুরি