ভিডিও

কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে কিশোর নিহত

প্রকাশিত: জুন ১৭, ২০২৪, ০৮:৫৩ রাত
আপডেট: জুন ১৭, ২০২৪, ০৮:৫৩ রাত
আমাদেরকে ফলো করুন

খাগড়াছড়ির মানিকছড়িতে একটি লেকে কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে কিশোর নিহত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম নামে একটি পার্কে এ ঘটনা ঘটে বলে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন এ কথা জানান।

নিহত ইস্রাফিল (১৩) উপজেলার গুচ্ছগ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

পার্কের দায়িত্বে থাকা সাদাব ইয়াছিন জানান, দুপুরে ইস্রাফিল ও তার তিন সহপাঠী পার্কের লেকে কায়াকিং (হাল্কা ধরনের বোট চালান) করতে নামে। একপর্যায়ে সে বোট থেকে পানিতে পড়ে যায়। পরনে লাইফ জ্যাকেট না থাকায় পানিতে ডুবে যায়।

দ্রুত উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক মহিউদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই কিশোরটির মৃত্যু হয়েছে।

মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, “নিহতের পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

এদিকে, কায়াকিংয়ের আগে ওই কিশোরকে লাইফ জ্যাকেট না পরানোয় নাসাও মারমা নামে পার্কের এক কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানান পার্কের দায়িত্বে থাকা সাদাব ইয়াছিন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS