ভিডিও

নোয়াখালীতে চলন্ত ট্রেনে দুর্বৃত্তের হামলা

প্রকাশিত: জুলাই ০৪, ২০২৪, ০৬:১৯ বিকাল
আপডেট: জুলাই ০৪, ২০২৪, ০৬:১৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

নোয়াখালীতে চলন্ত উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার রাত ৯টার দিকে সোনাইমুড়ী রেলস্টেশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক এ হামলার কোনো কারণ জানাতে পারেনি।

সোনাইমুড়ী রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি সোনাইমুড়ীর আউটার সিগন্যানে পৌঁছালে একদল দুর্বৃত্ত ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত ‘ক’ বগির দু’টি জানালার গ্লাস ভেঙে যায়। তবে জানালার পাশে কোনো যাত্রী না থাকায় হতাহতের হয়নি।

সোনাইমুড়ী রেলওয়ে স্টেশন মাস্টার আবু ছায়েদ বলেন, ‘চলন্ত ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের বিষয়টি শুনেছি। খবর পেয়ে চৌমুহনী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS