ভিডিও

গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর সাজা

প্রকাশিত: জুলাই ০৯, ২০২৪, ১০:৪৯ রাত
আপডেট: জুলাই ০৯, ২০২৪, ১০:৪৯ রাত
আমাদেরকে ফলো করুন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আটককৃত মাদক ব্যবসায়ী রায়হানকে (৩৫) এক বছরের কারাদন্ড ও ২শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা মাদকদ্রব্য সূত্র জানায়, গত সোমবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদসহ সঙ্গীয় ফোর্স পৌরশহরের আমবাড়ি (ছাট আমবাড়ি) গ্রামের মৃত আসাদুল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী রায়হানের বসতবাড়িতে অভিযান চালায়।

এসময় ৮০গ্রাম শুকনো গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান তার এক বছরের সাজাসহ ২শ’ টাকা জরিমানার রায় প্রদান করেন।

এ ব্যাপারে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের (নং-২৫/২৪) করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS