ভিডিও

টাঙ্গাইলে শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’কর্মসূচি পালন

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪, ০৭:২৩ বিকাল
আপডেট: জুলাই ৩১, ২০২৪, ০৭:২৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  টাঙ্গাইলে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে। 

বুধবার (৩১ জুলাই) দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় তারা পুলিশি বেষ্টনীর মধ্যে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে কোর্ট এরিয়া এবং শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করেন।

কর্মসূচিতে শহরের সরকারি কুমুদিনী কলেজ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র ছাত্রীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর কাছে দাবি জানিয়ে স্মারকলিপি দেন।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS