সিরাজগঞ্জের শাহজাদপুরে চয়ন ইসলামের বাড়িঘর রক্ষা করলেন বিএনপি নেতা
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুরে সংসদ সদস্য চয়ন ইসলামের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করায় তাদের প্রতিহত করলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আইয়ুব আলী।
গতকাল মঙ্গলবার দুপুরে পৌর এলাকার শক্তিপুরস্থ বাসভবনে ভাঙচুর ও লুটপাটের সময় তিনি তাদের প্রতিহত করেন।
পরে আইয়ুব আলী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যকলাপ করেছে কিন্তু বিএনপি গণতান্ত্রিক দল তাই সকলের জান-মাল রক্ষা করব। তাদের মত সন্ত্রাস করব না।
আরও পড়ুনতিনি আরও বলেন, কেউ সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করলে এবং মানুষের বাড়িঘর ভাঙচুর করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন