নিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ মে, ২০২৪, ০৯:৩৪ রাত
জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের দায়িত্বে ফয়সাল-আরাবি
জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন ব্যান্ড দলের সমন্বয়ে গঠিত ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল কবির ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিউদ্দিন আল আরাবি।
গত সোমবার (১৩ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের মডারেটর ও সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে অন্যান্য পদে মধ্যে রয়েছেন- সহ-সভাপতি এলিন উল্কা, আরাফাত ওয়াহিদ, সান সাহা অন্তর, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাহুল চৌধুরী, ফাহিম হাসান দীপ্ত, একেএম মারুফ উল আলম, সাংগঠনিক সম্পাদক তাকরিম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক শোভন চক্রবর্তী, দপ্তর সম্পাদক অভিষেক দাশ অর্ণব, অর্থ সম্পাদক ব্রজ গোপাল রয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ, অনুষ্ঠান সম্পাদক হিসেবে অভিজিৎ রয়। কমিটিতে মিডিয়া ম্যানেজার হিসেবে রয়েছেন আহনাফ তাহমিদ ফাইয়াজ, আতিক মেসবাহ লগ্ন এবং লিগ্যাল উপদেষ্টা হিসেবে আছেন সাদিয়া আক্তার। এ কমিটিতে সদস্য হিসেবে শাহ রাকিব সোবহান, অরুপ রতন, মো. শিহাব উদ্দিন, মাহমুদ হাসান আরিফ, সুরুজ চন্দ্র রায়, পলক শাহা, রিদয় সরকার দায়িত্ব পেয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম দায়িত্ব পালন করবেন। নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে। উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক আবহাওয়া তৈরি করতে ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন নিয়মিত তাদের কার্যক্রম পরিচালনা করবে আশা করি। পাশাপাশি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের জন্য অবকাশ ভবনে একটি রুম বরাদ্দ দেওয়া হবে, যাতে তারা তাদের মিউজিকের অনুশীলন করতে পারে।’
মন্তব্য করুন