পরীমণির অভিযোগে যা বললেন বুবলী
বিনোদন ডেস্ক : ঢালিউড সিনেমার নায়িকা শবনম বুবলী ছেলে বীরের জন্মদিন ঘিরে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ভিডিওটি শেয়ার করার পর তাকে খোঁচা দিয়ে স্ট্যাটাস দেন আরেক আলোচিত নায়িকা পরীমণি। এর জবাবও দেন বুবলী।
বুবলীর পাঁচ মিনিটের ভিডিওতে দেখা গেছে, ছেলের ছোট বেলার ছবিসহ অনেক স্মৃতি জড়িত ছবি সেখানে সংবলিত করা হয়েছে। ছেলেকে নিয়ে নানা সংগ্রামের কথা বলেছেন অভিনেত্রী। সেই ভিডিও শেয়ার করার পরই পরীমণি তাকে ইঙ্গিত করে একটি পোস্ট দেন। যদিও তার লেখার কোনো জায়গাতে বুবলীর নাম উচ্চারণ করেননি। তবে ধারাবাহিকতা মিলিয়ে নেটিজেনরা তেমনটাই ধরে নিয়েছেন। বিষয়টি আরও জোরালো হয়েছে বুবলীর পাল্টা জবাবের পর।
পরীমণি দাবি করেন, মাসখানেক আগেই ছিল পরীমণির ছেলে পূণ্যর জন্মদিন। ছেলের জন্মদিনে তাকে নিয়ে একটি আবেগঘন ভিডিওবার্তা প্রকাশ করেছিলেন অভিনেত্রী। পরীমণি মনে করছেন, তার সেই ভিডিওর ধারণাই কপি করেছেন বুবলী। সেই ধারণা থেকে পরীমণি লিখেছেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’
আরও পড়ুনবুবলী তার ছেলেকে নিয়ে ভিডিওটি শেয়ার করেছেন বুধবার (২০ মার্চ) রাত দেড়টায়। ঠিক তার এক ঘণ্টা পর পরীমণি স্ট্যাটাসটা দিয়েছেন। এতে করেই ভক্তরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছেন। পরীর অভিযোগের পর, বুবলী তার ফেসবুকে লিখেছেন, পাশের দেশগুলো টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে, পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সাথে অনেক মিলে যায়।’ তিনি আরও বলেন, ‘কাছাকাছি মিলে, একদম মিলে, এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই কিন্তু এসবে পৃথিবীর কারও কোনো অসুবিধা নাই।’ সিন্ডিকেট নিয়ে তিনি বলেন, ‘শুধু এই সিন্ডিকেট চামচগুলোর অবস্থা দেখলে মনে হয় যে এরাই ২/১ জন শুধু মা হইছে, আর কেউ মা হয়নি, তাদের শুধু লেবার পেইন হয়েছিল আর কারও হয়নি, তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবন সংগ্রাম, কষ্ট, ঘর গোছানো, খাওয়ানো সব কিছু স্বাভাবিক কিন্তু আর কারও এরকম হয়না, তারাই খাবার খাওয়ার পর প্রেসার আসলে ফ্রেশরুমে দৌড় দিবে কিন্তু আর কেউ যাইতে পারবেনা, তারাই লাল, নীল, হলুদ রং পরবে আর কেউ পরতে পারবেনা, তারাই হাসবে, কাঁদবে, ঘুমাবে, আর কেউ পারবেনা, যদি আপনি পারেন তাহলে আপনার আবেগ নাই, বিবেক ও নাই, শুধু কপি আছে।
মন্তব্য করুন