ভিডিও মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেপ্তার, ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় জোহর বারু অভিবাসন বিভাগের অভিযানে ভিসার শর্ত লঙ্ঘনের দায়ে ২০৬ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ১৩২ জনই বাংলাদেশি। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার।

জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির জানান, শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে পাসির গুদাংয়ের একটি নির্মাণস্থলে ‘অপস মাহির’ নামে একটি অভিযানের সময় তাদের গ্রেপ্তার করা হয়। অপারেশনটি স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছিল। তিনি আরও জানান, অভিযানে মোট ৫৩০ জন বিদেশি ও স্থানীয়র কাগজপত্র যাচাই করা হয়েছিল। এই সংখ্যার মধ্যে ২০৬ জন বিদেশিকে তাদের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।

বাহারউদ্দিন আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশের ১৩২ জন পুরুষ, চীনের ৫১ জন পুরুষ, মিয়ানমারের ১০ জন, পাকিস্তানের ছয়জন পুরুষ, ইন্দোনেশিয়ার তিনজন পুরুষ, ভিয়েতনামের দুজন পুরুষ এবং চীনের দুজন নারী রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বয়স ১৮ থেকে ৬১ এর মধ্যে। 

আরও পড়ুন

এদিকে কুলাইয়ের সেনাই অভিযানে দেশে প্রবেশের পাস না থাকায় ৪৩ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। বাহারউদ্দিন বলেন, অপস সাপু এবং অপস সেলেরা নামক অভিযানটি মধ্যরাতে পরিচালিত হয়েছিল এবং আমরা শপলট এলাকায় ১৫টি চত্বরে অভিযান চালাই। এসময় গ্রেপ্তার এড়াতে ভবনের বারান্দায় অবৈধ অভিবাসীরা লুকিয়ে ছিলেন। একজন ব্যক্তি দোকানের কাস্টমার হওয়ার ভান করে আমাদের এনফোর্সমেন্ট দলকে বোকা বানানোর চেষ্টা করেছিলেন। ওই অভিযানে গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশের ৩২ জন পুরুষ ও একজন নারী, ইন্দোনেশিয়ার দুজন পুরুষ ও দুজন নারী, মিয়ানমারের তিনজন পুরুষ ও একজন নারী এবং নেপালের একজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানদের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

সাবেক এমপি সিরাজুল ইসলাম গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিবন্ধী তিন মেয়ে নিয়ে চন্দনের মানবেতর জীবন

কাজীরহাট-আরিচা নৌপথে তিন মাস স্পিডবোট চলাচল বন্ধ

নওগাঁর ধামইরহাটে বিস্ফোরক মামলায় ২ আ’লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে শেরুয়া-ভবানীপুর রাস্তার কাজে মন্থর গতি, বাড়ছে জনদুর্ভোগ