ভিডিও মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

রাফায় একই পরিবারের ৯ সদস্য নিহত

রাফায় একই পরিবারের ৯ সদস্য নিহত, ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের রাফায় ইসরাইলি হামলায় একটি পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ওই পরিবারের একমাত্র মেয়েশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রাফায় আবু তাহা পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। সেখানে হামলা চালায় ইসরাইলি বাহিনী। হামলায় বাড়িতে থাকা পরিবারের ৯ সদস্য মারা গেছেন। পরিবারটির একজন প্রতিবেশী সংবাদমাধ্যমকে জানায়, হামলায় বাড়িতে থাকা পরিবারের ৯ সদস্য মারা গেছেন। তিনি শুধু পরিবারটির এক মেয়েশিশুকে ব্যালকনি থেকে বের করে আনতে পেরেছেন। এতে ওই শিশুর প্রাণ বাঁচে।

রোববার রাফায় কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে ইসরাইল। এসব হামলায় নিহত হয়েছেন ২০ থেকে ২৫ জন। এ ছাড়া গাজা নগরীতে ইসরাইলি হামলায় আরও সাতজনের প্রাণ গেছে। রয়টার্স বলছে, রাফায় অন্তত তিনটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। প্রাণ গেছে অন্তত ১৩ জনের। আহত হয়েছেন অনেকেই।

আরও পড়ুন

হামাস নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো বলছে, নিহতের সংখ্যা ১৫। গাজা নগরীতেও দুটি বাড়িতে ইসরাইল বিমান হামলা চালিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানদের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

সাবেক এমপি সিরাজুল ইসলাম গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিবন্ধী তিন মেয়ে নিয়ে চন্দনের মানবেতর জীবন

কাজীরহাট-আরিচা নৌপথে তিন মাস স্পিডবোট চলাচল বন্ধ

নওগাঁর ধামইরহাটে বিস্ফোরক মামলায় ২ আ’লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে শেরুয়া-ভবানীপুর রাস্তার কাজে মন্থর গতি, বাড়ছে জনদুর্ভোগ