ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

সোমালিয়ায় বোমা হামলায় ৩২ বেসামরিক নিহত

সোমালিয়ায় বোমা হামলায় ৩২ বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক:  সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। খবর আল জাজিরার।

স্থানীয় সময় শুক্রবার (২ আগস্ট) রাজধানী মোগাদিসুর একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে প্রথমে আত্মঘাতী বোমা হামলা ও এরপর বন্দুক হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল শাবাব গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। লিডো বিচ নামের সমুদ্র সৈকতের বিচ ভিউ নামে একটি হোটেলের প্রবেশপথে এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। এরপর শুরু হয় বন্দুক হামলা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের মতে, বেশ কয়েকজন হামলাকারী হোটেলে হামলা চালানোর চেষ্টা করে এবং সমুদ্র সৈকতে থাকা লোকজনের ওপর গুলি চালায়। ওই সময় সেখানে অনেকেই হাঁটছিলেন বা বসে ছিলেন।

আরও পড়ুন

আবদিফাতাহ আদান হাসান নামে পুলিশের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, হামলায় ৩২ জনেরও বেশি বেসামরিক লোক মারা গেছেন। আহত হয়েছেন প্রায় ৬৩ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ওই মুখপাত্র আরও বলেন, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলেই সব হামলাকারীকে হত্যা করেছে এবং বিস্ফোরক ভর্তি গাড়ি চালাচ্ছিল এমন একজনকে আটক করেছে। তিনি আরও বলেন, একজন সেনা নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 মধ্যরাতেই শেষ হচ্ছে দুই মাসের নিষেধাজ্ঞার, প্রস্তুত জেলেরা

২৫০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

ড্যাফোডিলের পলিটেকনিক সমূহের সাথে ‘দ্য ডিউক অফ এডিনবার্গস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ (DEA-BD)’ এর চুক্তি স্বাক্ষরিত

বগুড়ায় এনসিপির সমাবেশে কয়েক দফা মারামারি

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৪৯তম সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে স্থায়ীভাবে বন্ধের পথে বেনারসি পল্লীর তাঁতশিল্প