বাগেরহাটে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ যুবলীগ কর্মী আটক
নিউজ ডেস্ক: বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ১নং ওয়ার্ড এলাকায় দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন ও তার ভাই ফিরোজ আহমেদকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী শটগান, একটি বিদেশী একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ ও নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুনআটক সাদ্দাম হোসেন ও ফিরোজ আহমেদ মোংলা পৌরসভার সাবেক কাউন্সিলর হাবিবুর রহমানের ছেলে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম উল হক বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে যুবলীগ কর্মী সাদ্দাম ও তার ভাইকে আটক করা হয়। তাদের সংরক্ষণে থাকা অবৈধ বিদেশী অস্ত্র গোলাবারুদ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন