ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিশ্বে সবচেয়ে নির্ভীক মানুষ সালমান : অর্জুন কাপুর

বিশ্বে সবচেয়ে নির্ভীক মানুষ সালমান : অর্জুন কাপুর, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: একটা সময়ে কোনও কিছুর তোয়াক্কা করতেন না সালমান খান। তার সঙ্গে কেউ কোনও ঝামেলায় জড়াতেই ভয় পেতেন। বন্ধু হিসেবে যেমন সবার বিপদে ঝাঁপিয়ে পড়েন। শত্রুতাও নাকি ভালোই করতে জানেন ভাইজান। এমন অনেক ঘটনা রয়েছে বলিউডের ভাইজানকে নিয়ে। তবে এসবের মাঝেও সালমানের প্রশংসা করলেন অর্জুন কাপুর। তিনি মনে করেন, মানুষ হিসেবে সালমান খুবই আন্তরিক। 

অর্জুন কাপুর বলেন, ‘মানুষটার মধ্যে সত্যিই আন্তরিকতা রয়েছে। তবে হ্যাঁ, প্রথম বা দ্বিতীয় সাক্ষাতে সেটা নাও মনে হতে পারে। কিন্তু সেই আন্তরিকতা আপনাকেই আদায় করে নিতে হবে। একটু সময় দিতে হবে।’সালমানের সম্পর্কে অর্জুনের ভাষ্য, ‘সারা বিশ্বে সবচেয়ে নির্ভীক মানুষ সালমান। আমি কখনও দেখিনি তাকে নিজের উপর থেকে দায়িত্ব ঝেড়ে ফেলতে। কোনও পরিবর্তন হয়নি। একই রকম রয়ে গেছেন তিনি। তিনি কিন্তু খুব শক্তিশালী মনের মানুষ।’

ক্যামেরার পিছনে থাকার পরিকল্পনাই ছিল অর্জুনের। সালমানের সঙ্গে যখন অর্জুনের প্রথম দেখা, তখন অর্জুন সহ-পরিচালক হিসেবে কাজ করছেন। অর্জুনকে দেখেই সালমান ছবিতে অভিনয় করার পরামর্শ দিয়েছিলেন। তারপরেই ওজন ঝরানো শুরু করেন অর্জুন।

আরও পড়ুন

প্রসঙ্গত, ২০১২ সালে অর্জুনের প্রথম অভিনয়। ‘ইশকজাদে’ ছবিতে পরিণীতি চোপড়ার সঙ্গে প্রথম জুটি বেঁধেছিলেন অভিনেতা। তাকে শেষ দেখা গেছে ‘সিংহম এগেন’ ছবিতে। এই ছবিতে খলচরিত্রে দেখা গেছে তাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বাংলাদেশি ২০ পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

মুরাদনগরে ধর্ষণকাণ্ড, যে তথ্য দিলো র‌্যাব

জবি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের উদ্যোগে ৩ দিনব্যাপী বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

পিরিয়ডে পেট ব্যথা কমাবে এই ৪ ভেষজ চা

আমেরিকার শীর্ষ পাঁচ টি ইউনিভার্সিটি থেকে ডাক পেয়েছেন জবি রসায়নের শীতল

প্রথম দেশ হিসেবে আফগানিস্তানে তালিবান সরকারের স্বীকৃতি দিলো রাশিয়া