ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ ভারতকে হারিয়ে মজা নিতে চায় : রোহিত

বাংলাদেশ ভারতকে হারিয়ে মজা নিতে চায় : রোহিত, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার ভারতের মাটিতে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। তার আগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির অধিনায়ক রোহিত শর্মা। 

সেখানে সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন তিনি। প্রত্যাশিতভাবেই বাংলাদেশ নিয়েও প্রশ্ন করা হয় তাকে। সেই প্রশ্নে তিনি জানিয়েছেন, বাংলাদেশ ভারতকে হারিয়ে মজা নিতে চায়। বাংলাদেশকে মজা নিতে দিন। শুরুতে তিনি বলেন, আসলে বাংলাদেশের বিপক্ষের সিরিজটি অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজের ড্রেস রিহার্সেল নয়। প্রত্যেকবার আমরা আসলে দেশের জন্য খেলি, বিষয়টা কিন্তু আরও বড়। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ কিন্তু এখনও উন্মুক্ত। সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ম্যাচই জিততে হবে। রোহিত বলেন, আমাদের হারিয়ে তারা (বাংলাদেশ) মজা নিতে চায়। তাদেরকে মজা নিতে দিন। আমরা এখন কেবল তাদের কীভাবে হারানো যায় সেটাতেই মনোযোগ দিচ্ছি। ইংল্যান্ডও কিন্তু এরকম অনেক কথা বলেছিল। আমরা কিন্তু তাদের সঠিক জবাব দিয়েছিলাম।

আরও পড়ুন

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। দুটি টেস্টই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রের অংশ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এখানে জয় পেলে পয়েন্ট টেবিলে উন্নতি ঘটবে বাংলাদেশের। বর্তমানে ৪৫.৮৩ শতাংশ জয়ের হার নিয়ে বাংলাদেশ আছে চতুর্থ স্থানে। অন্যদিকে ৬৮.৫২ শতাংশ জয়ের হার নিয়ে ভারত আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে, মানুষ দুর্ভোগে

খালাস পেলেন খালেদা জিয়া

সেন্টমার্টিনের ৩টি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ড