ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

৩০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন গার্দিওলা

৩০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন গার্দিওলা, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলা। তবে ব্যক্তিগত জীবনে সংসার টিকিয়ে রাখতে ব্যর্থ হলেন তিনি। ৩০ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন গার্দিওলা ও তার স্ত্রী ক্রিস্টিনা সেরা।  

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-এর প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটেছে তাদের। পারস্পরিক সম্মতিতে এবং সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণভাবে এই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছর ধরে গার্দিওলা ও ক্রিস্টিনা আলাদা দেশে বসবাস করছিলেন। গার্দিওলা ছিলেন ইংল্যান্ডের ম্যানচেস্টারে এবং ক্রিস্টিনা স্পেনের বার্সেলোনায়। ডিসেম্বর মাসে তারা আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত সম্পর্কে শুধু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা জানতেন।  

গার্দিওলা তার স্ত্রীকে নিয়ে একবার বলেছিলেন, ‘আমার স্ত্রী অনেক কিছুর ক্ষেত্রে সেরা, বিশেষ করে ফ্যাশনের ক্ষেত্রে। তিনি আমাকে পরামর্শ দেন কী পরা উচিত আর কী নয়। আমি যথেষ্ট স্মার্ট যে বুঝতে পারি, তার পরামর্শগুলো আমার জন্য ভালো।’

আরও পড়ুন

ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার সঙ্গে ১৯৯৪ সাল থেকে যৌথযাত্রা শুরু হয় গার্দিওলার। এরপর বার্সেলোনায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০১৪ সালে। কিন্তু বিয়ের ১০ বছরের মাথায় নিজেদের পথ আলাদা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দুজন। এই দম্পতির তিন সন্তান রয়েছে-২৪ বছর বয়সী মারিয়া, ২২ বছর বয়সী মারিয়াস এবং ১৭ বছর বয়সী ভ্যালেন্তিনা। ক্রিস্টিনা সেরা পেপ গার্দিওলার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে সবসময় পাশে ছিলেন। ২০২৩ সালের জুনে ইস্তানবুলে গার্দিওলা যখন ম্যানচেস্টার সিটিকে ইন্টার মিলানের বিরুদ্ধে জয় এনে দিয়ে ট্রেবল জিতিয়েছিলেন, তখন ক্রিস্টিনাও সেখানে উপস্থিত ছিলেন। একই বছর জুলাইয়ে উইম্বলডনে এই দম্পতিকে একসঙ্গে দেখা গিয়েছিল।

২০১৯ সালে সেরা তার পরিবারের ফ্যাশন কোম্পানি সেরা ক্লারেট পরিচালনার জন্য ম্যানচেস্টার ছেড়ে বার্সেলোনায় ফিরে যান। বিচ্ছেদের খবরের মাঝে গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি মাঠেও কিছুটা চাপে রয়েছে, কারণ চলতি মৌসুমে তারা শীর্ষ চারে নেই। গার্দিওলার অধীনে এমন বাজে পারফরম্যান্স কখনো দেয়নি ম্যানসিটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পর্ক থাকলে ভয় তো থাকবেই : সোহিনী

চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে, মানুষ দুর্ভোগে

খালাস পেলেন খালেদা জিয়া