ভিডিও

রোনালদো ফেরার ম্যাচে হারলো আল নাসর

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৯, ২০২৪, ০১:৪১ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ০৯, ২০২৪, ০১:৪১ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ইনজুরি কাটিয়ে দলে ফিরেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু ফেরার দিনকে রঙ্গিন করতে পারলেন না তিনি। পর্তুগিজ তারকার ফেরার দিনে সৌদি প্রো লিগের ক্লাব-ফ্রেন্ডলি খেলায় আল হিলালের কাছে ২-০ গোলে হেরে গেছে আল নাসর।

সৌদির কিংডম অ্যারেনায় ম্যাচের শুরু থেকে খুব বেশি দাপট দেখানো হয়নি আল-নাসরের। ম্যাচের শুরুর ৩০ মিনিটেই জোড়া গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। সেই ধাক্কা থেকে আর ফিরে আসা হয়নি তাদের। আল হিলালের জালে কোনোভাবেই বল জড়াতে পারেনি তারকায় ঠাসা আল-নাসর। শুরুর ওই দুই গোলেই হার নিশ্চিত হয় তাদের।  

ম্যাচের ১৭ মিনিটে আব্দুলহামিদের অ্যাসিস্ট থেকে নাসরের জাল কাঁপান সার্গেই মিলানকোভিচ। এরপর নিজেদের খানিক গুছিয়ে ওঠার চেষ্টায় ছিল রোনালদোরা। কিন্তু এরইমাঝে আরেক গোল হজম। ত্রিশ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন সালেম আলদাওসারি। তাকে গোল করতে সহায়তা করেন ম্যালকম। 

এদিন ম্যাচের শুরুর একাদশেই ছিলেন রোনালদো। আফ্রিকান কাপ অভ নেশন্স শেষ করে আসা সাদিও মানে নামেন দ্বিতীয়ার্ধের শুরুতে। লিওনেল মেসির ইন্টার মায়ামির বিপক্ষে হ্যাটট্রিক করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিস্কা ও ওতাভিও খেলেছেন ম্যাচের শুরু থেকে। তবে এতকিছু থেমে গিয়েছে আল-হিলাল রক্ষণের সামনে। 

এমনকি গোলে শট নেয়ার পরিসংখ্যানেও পিছিয়ে ছিল নাসর। ৫৬ শতাংশ সময় বল রাখলেও মাত্র ২টি শট ছিল গোলমুখে। অন্যদিকে আল হিলাল বল দখলে রাখলেও ১০টি শট নিয়ে ৬টি গোলমুখে রাখে। কিন্তু শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছিল শুরুর ওই দুই গোল। তাতেই রিয়াদ সিজন কাপের ট্রফি যায় আল-হিলালের ঘরে। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS