ভিডিও

চার মাস পর সৌদি আরবে ফিরলেন নেইমার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৩:৫৭ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৩:৫৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : গত বছর ৩ অক্টোবর সৌদি ক্লাব আল হিলালের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন নেইমার। এরপর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে সৌদি আরব ছাড়েন। মধ্যপ্রাচ্যের দেশটিতে তিনি ফিরলেন চার মাস পর। 

ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছিলেন, আগামী জুলাইয়ের আগে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা নেই। গত নভেম্বরে বেলো হরিজেন্তের একটি হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচার করানোর পর থেকে দেশেই চলছিল তাঁর পুনর্বাসন প্রক্রিয়া। তবে সেরে ওঠার বাকি প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করতে অবশেষে নিজ ক্লাব আল হিলালে ফিরেছেন ৩২ বছর বয়সী তারকা ফরোয়ার্ড।

নেইমারের সৌদিতে ফেরার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে আল হিলাল। ক্লাবটি গত রাতে নেইমারের একটি ভিডিও এবং বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে। সেগুলোতে দেখা যাচ্ছে, ব্যক্তিগত বিমানে সৌদির রাজধানী রিয়াদে পৌঁছান নেইমার। ব্যাগি হুডি পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে বিমান থেকে নামেন। বিমানবন্দর থেকে সরাসরি যান ক্লাবে। সেখানে ক্লাব কর্মকর্তারা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এক কর্মকর্তা তার হাতে ব্যাগভর্তি উপহারসামগ্রীও তুলে দেন। তবে সেই ব্যাগে কী ছিল, সেটা জানা সম্ভব হয়নি। উপহার গ্রহণের পর কজন খুদে ভক্তকে অটোগ্রাফ দেন নেইমার। কিছুক্ষণ পর বিলাসবহুল গাড়ি নিয়ে ক্লাব ছেড়ে যান।

ক্যাপশনে আল হিলাল লিখেছে, ‘রিয়াদে ফিরে আসায় আমাদের ব্রাজিলিয়ান জাদুকর নেইমার জুনিয়রকে সাদর সম্ভাষণ।’ 

মাঠের বাইরে থাকলেও গত চার মাস ব্রাজিলে দারুণ সময় কাটিয়েছেন নেইমার। প্রথমবার কন্যাসন্তানের বাবা হওয়া নেইমার পরিবারকে বেশ সময়ও দিয়েছেন। বড়দিন, নববর্ষ বরণ ও সর্বশেষ গত সপ্তাহে নিজের ৩২তম জন্মদিন মানগারাতিবার বাড়িতেই উদ্যাপন করেছেন। শৈশবের ক্লাব সান্তোসের খেলাও মাঠে বসে দেখেছেন। এ ছাড়া নিজের প্রমোদতরি নিয়ে গভীর সমুদ্রে ঘুরতে বেরিয়েছেন।

নেইমার অবশ্য ব্রাজিল থেকে সরাসরি সৌদি আরবে যাননি। যাত্রাবিরতি নিয়েছেন তার পুরোনো ঠিকানা বার্সেলোনায়, যেখানে বার্সার হয়ে চার মৌসুম কাটিয়েছেন।

আল হিলালে ফিরলেও নেইমারকে আপাতত স্কোয়াডে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই ক্লাবটির। চোটের কারণে মৌসুম শেষ হয়ে যাওয়ায় তাকে স্কোয়াড থেকে বাদ দিয়ে আরেক ব্রাজিলিয়ান রেনান লোদিকে কিনেছে আল হিলাল। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS