ভিডিও

টি-টোয়েন্টি বিশ্বকাপেও অধিনায়ক রোহিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০২:৪৩ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০২:৪৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের অধিনায়ক থাকছেন রোহিত শর্মা। বিশ্বকাপ পর্যন্ত কোচও থাকছেন রাহুল দ্রাবিড়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের অধিনায়কত্বে খেলেছে ভারত। সর্বোচ্চ সাফল্য বলতে সেমিফাইনাল। এরপর ২০২৩ সালে একটি টি-টোয়েন্টিও খেলেননি তিনি। তবু তার ওপর আস্থা রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই)। 

এই বছরের জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে পুনরায় নেতৃত্বে ফিরেছেন। তখনই নিশ্চিত হয়ে যায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের নেতৃত্ব রোহিতের ওপরই থাকছে। জুনে বৈশ্বিক ইভেন্টটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। রোহিতের অধিনায়ক ও রাহুল দ্রাবিড়ের কোচ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ। রাজকোটে একটি স্টেডিয়ামের পুনঃনামকরণ অনুষ্ঠানে তিনি রোহিতের নেতৃত্ব নিয়ে বলেছেন, ‘এক বছর পর নেতৃত্বে ফেরা মানে নিশ্চিতভাবেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত অধিনায়ক থাকছেন।’ তিনি আত্মবিশ্বাসী যে রোহিতের অধীনে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলবে, ‘রোহিতের সেই সামর্থ্য আছে। আমরা ওয়ানডে বিশ্বকাপেই সেটা দেখেছি। টানা দশ ম্যাচ জিতে ফাইনাল। আমি আত্মবিশ্বাসী বারবাডোজে রোহিতের নেতৃত্বে আমরা টি-টোয়েন্টি ঘরে আনতে পারবো।’

এ সময় বিরাট কোহলির বিষয়েও কথা বলেছেন শাহ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি খেলবেন কিনা সেটা নিয়ে বলেছেন, ‘আমরা তার সঙ্গে এ বিষয়ে কথা বলবো।’ আফগানিস্তানের বিপক্ষে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম ম্যাচ খেলেননি তিনি। তার পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করেছেন। সব মিলিয়ে তার সার্বিক অবস্থা নিয়ে জটিলতা তৈরি হলেও বোর্ডের সমর্থন পাচ্ছেন কোহলি। শাহ বলেছেন, ‘দেখুন যদি কেউ ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার ব্যক্তিগত কারণে ছুটি নেয়, এটা তার অধিকারের মধ্যে পড়ে। কোহলি কোনও কারণ ছাড়া ছুটি নেওয়ার লোক নয়। আমাদের খেলোয়াড়দের সমর্থন ও তাদের ওপর আস্থা রাখা উচিত।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS