ভিডিও

আলভেজের নাম ‘কিংবদন্তি’ তালিকা থেকে মুছে দিলো বার্সেলোনা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৪:২৬ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৪:২৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ১২৫ বছরের ইতিহাসে বার্সেলোনা ১০২জন ফুটবলারকে রেখেছিল ‘কিংবদন্তি’র তালিকায়। যেখানে ছিলেন সাবেক ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজও। কিন্তু তালিকাটা এবার ১০১ জনের হয়ে গেলো। কারণ, বার্সেলোনা কর্তৃপক্ষ কিংবদন্তি তালিকা থেকে দানি আলভেজের নাম মুছে দিয়েছে। বার্সেলোনার আদালত কর্তৃক এক নারীকে ধর্ষণের দায়ে সাড়ে চার বছরের কারাদান্ড এবং দেড় লাখ ইউরো জরিমানা করার পর বার্সা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

সম্প্রতি বার্সেলোনার লিজেন্ড তালিকায় ঠাঁই মিলেছে জর্দি আলবা, জার্সিও বুস্কেটস এবং জেরার্ড পিকের। তাদের সঙ্গে ছিলেন দানি আলভেজও। যিনি ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে বেশি, ৪৩টি শিরোপা জয় করেছেন। যার মধ্যে বার্সার হয়ে জিতেছেন ২৩টি শিরোপা। কিছুদিন আগেই লিওনেল মেসি তাকে ছাড়িয়ে যান। ইন্টার মিয়ামির হয়ে তিনি জেতেন ৪৪তম শিরোপা। এ কারণেই মূলত বার্সেলোনার লিজেন্ড তালিকায় ঠাঁই মিলেছিলো তার। বার্সেলোনাভিত্তিক সংবাদপত্র স্পোর্টে ক্লাবটির এই সিদ্ধান্ত সম্পর্কে লিখা হয়েছে, ‘ধর্ষণের দায়ে শাস্তি নিশ্চিত হওয়ার পরই বার্সেলোনা এই আইকনিক সিদ্ধান্তটি নিলো। 

বার্সেলোনার হয়ে ৪৩টি শিরোপা জয়ের সঙ্গে ৪০৮টি ম্যাচও খেলেছেন আলভেজ। এর মধ্যে জিতেছেন ৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ইউরোপিয়ান সুপার কাপ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ৬টি লা লিগা, ৪টি কোপা ডেল রে এবং ৪টি সুপার কোপা ডি এস্পানা শিরোপা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS