ভিডিও

ব্যাটারদের দায়িত্ব-জ্ঞান নিয়ে প্রশ্ন নির্বাচক আব্দুর রাজ্জাকের

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ০২:১৪ দুপুর
আপডেট: মার্চ ২৫, ২০২৪, ০২:১৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর রবিবার দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের দেওয়া ৫১১ রানের বিশাল লক্ষ্যের জবাবে চোখের পলকে ৩৭ রানে ৫ উইকেটে হারিয়ে ফেলেন টাইগাররা। এর মধ্যে ওপেনার মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু ও উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস ফিরেছেন রানের খাতা খোলার আগেই। যেখানে এই পিচেই ঘণ্টাখানেক আগে জোড়া সেঞ্চুরি তুলেছিলেন লঙ্কান দুই ব্যাটার।

স্বাগতিকদের এমন ব্যাটিং ব্যর্থতায় উইকেটের কোনো দোষ দেখছেন না বাংলাদেশ দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। গতকাল ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আধাঘণ্টার মধ্যে পিচ আকাশ-পাতাল তফাত হয়ে যাওয়া সম্ভব নয়। এ সময় ব্যাটারদের দায়িত্ব-জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেন এই নির্বাচক। বলেন, 'পিচের সমস্যা হবে কেন, আধাঘণ্টার মধ্যে পিচ কি আকাশ-পাতাল পার্থক্য হয়ে যাবে নাকি। কিছুক্ষণ আগেই ওরা দুজন ১০০ মেরে গেল। ১০ মিনিটের বিরতি থাকে। ১০ মিনিটে উইকেটে কী এমন হলো। আসলে আমাদের অ্যাপ্লিকেশনে কিছু ভুল হয়েছে। আসলে আমাদের ভুল।'

এ সময় টাইগার ব্যাটারদের ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করে এই নির্বাচক বলেন, 'ব্যাটিংয়ের দিক থেকে যদি বলেন, আমার কাছে খুবই অপ্রত্যাশিত মনে হয়েছে এবং মেনে নেওয়ার মতো নয়। এই রকম ব্যাটিং হবে, বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ওরা ভালো ব্যাটিং করেছে। ওদের ব্যাটিং দেখার পর আমাদের ব্যাটিং দুইরকম মনে হয়েছে। আমি হতাশ।'



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS