ভিডিও

যেখানে এমবাপ্পেই প্রথম!

প্রকাশিত: মে ২৭, ২০২৪, ০৩:১২ দুপুর
আপডেট: মে ২৭, ২০২৪, ০৪:৩৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : একুশ শতকে কিলিয়ান এমবাপ্পেই প্রথম কোনো ফুটবলার, যিনি পিএসজি’র হয়ে সবচেয়ে বেশি গোলে অবদান রেখেছেন। তার আগে লিগ ওয়ানের এই ক্লাবটির হয়ে সর্বোচ্চ ২৩৬ গোলে অবদান রেখেছিলেন এডিনসন কাভানি। যে তালিকায় তিনে ইব্রাহিমোভিচ। তার গোলে অবদান ২১০টিতে। এই দু’জনকে ছাড়িয়ে এখন এক নম্বরে এমবাপ্পে। ৩৫২ গোলে অবদান রাখা কিলিয়ানের মোট গোল ২৫৬টি, আর অ্যাসিস্ট ৯৬টি।

তবে শেষদিনে তাকে সাংবাদিকরা নানা দিক নিয়েই প্রশ্ন করেছিলেন। জানতে চেয়েছিলেন তার রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে। কিন্তু তিনি অনেক কিছুই স্পষ্ট না করে কেবল বলেছেন, কয়েক দিনের মধ্যে সব জানবে সবাই। তার মানে, রিয়াল যেভাবে প্রস্তুতি নিচ্ছে, সেই অনুযায়ী মাদ্রিদে ভিড়বে কিলিয়ানের তরী। সবকিছু ঠিক থাকলে জুনের প্রথম দিকেই এমবাপ্পের সঙ্গে চুক্তি সই করবে লস ব্লাঙ্কোসরা। এদিকে নিজের ভবিষ্যৎ নিয়ে কিলিয়ান বলেন, ‘সবাই দারুণ একটা সমাপ্তি চায়। সবকিছুর জন্য কিছুটা সময় তো লাগেই। আমি নতুন ক্লাব নিয়ে শিগগির কথা বলব। এই কয়েকটা দিন বাকি, এর পরই সব জানিয়ে দেওয়া হবে।’  

পাশাপাশি পিএসজি’র সময়টাও মন্দ ছিল না বলে জানান কিলিয়ান। হয়তো কিছুটা অতৃপ্তি রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা হাতে নেওয়া হয়নি। ব্যালন ডি’অর জেতা হয়নি। এসব নিয়ে কিছুটা অখুশি। তবু পিএসজি’র হয়ে খেলে অনেক অভিজ্ঞতা লাভ করেছেন এমবাপ্পে। যেমনটা বললেন তিনি, ‘আমি ভাগ্যবান, পিএসজি’র হয়ে এতটা বছর খেলতে পেরেছি। এটা দারুণ একটা অভিজ্ঞতা।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS