ভিডিও সোমবার, ১১ নভেম্বর ২০২৪

তাসকিনকে একাদশে না দেখে বিস্মিত মাশরাফি

তাসকিনকে বাদ দেয়ার কারণ খুঁজে পাচ্ছেন না মাশরাফী। ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশ দলের একাদশ নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মাশরাফী। নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তাসকিনকে না নেয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন তিনি।

 
ম্যাশ লিখেছেন, 'সাউথ আফ্রিকা আর আমেরিকার খেলা দেখেই বোঝা গিয়েছিলে এই উইকেট অন্য মাঠের মতো না, এখানে রান হবে। আমরা প্রথম ম্যাচে জাকেরকে বসিয়ে মেহেদীকে খেলিয়েছি কারণ অবশ্যই দুই ওপেনারই বাঁহাতি ছিল। এমনিতে দল রান করতে পারছেনা সেখানে একজন ব্যাটসম্যান কমিয়ে অফস্পিনার খেলানো অবশ্যই সাহসী সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছিল। আজও মেহেদী খেলেছে এবং ভালো বলও করেছে কিন্তু সেটা তাসকিনকে কেন বসিয়ে সেটা বুঝতে পারিনি।'    
 
তাসকিনকে কেন নেয়া উচিত ছিল, সে পক্ষে যুক্তিও দেখিয়েছেন সাবেক অধিনায়ক, 'যতটুকু জানি, ২০২২ এর বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত তাসকিন যতগুলো ম্যাচ খেলেছে স্রেফ আগের ম্যাচটাই অর্থাৎ অস্ট্রেলিয়ার সঙ্গেই সে শুধু উইকেটলেস ছিল, তারপর আবার বিগত দুই বছর তার ইকোনমি রেটও সাত এর নিচে। সুতরাং, এটা পরিস্কার যে আমরা আমাদের সেরা বোলার এবং জেনুইন উইকেট টেকিং অপশন বাহিরে রেখেই এই ম্যাচ খেলতে নেমেছি।'  
 
একাদশ নিয়ে হতাশা প্রকাশ করলেও দুই তরুণ বোলারকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ম্যাশ, 'তানজিম সাকিব এবং রিশাদ এই দুজন আসলেই অসাধারণ। দুজনই বিশ্বকাপের শুরু থেকেই প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দিতে পেরেছে। আমি আসলে রিশাদকে নিয়ে দারুণ আশাবাদী কারণ একজন লেগ স্পিনার আমাদের ক্রিকেটে সত্যিই দরকার ছিল।'    
 
 
দলের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করে মাশরাফী বলেন, 'বাংলাদেশের ভালো করতে হলে আসলে ব্যাটিং ভালো করাই লাগবে, এর কোনো বিকল্প নাই। কারণ সবসময়ই স্লো উইকেট পাওয়া সম্ভব না। বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে। ভালো ব্যাটিং উইকেটে রান হবে এটাই স্বাভাবিক। সেখানে আমরা রান করতে না পারলে শুধু বোলিং দিয়েই এই সব টুর্নামেন্টে ফলাফল আশা করা যাবে না। আরও একটা ম্যাচ বাকি, ইনশাল্লাহ ভালোভাবে শেষ হোক সেই আশাই করি। শুভ কামনা বাংলাদেশ দলের জন্য।'   
 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা কোম্পানি

বগুড়ায় আ’লীগের বিচারের দাবিতে গণজমায়েত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান | KMSC | Daily Karatoa

রংপুরে বিএসটিআই’র অভিযান ২৫ হাজার টাকা জরিমানা

নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মোহাম্মদ ইউসুফ