ভিডিও

সেমিতে ওঠা হলো না বাংলাদেশের

প্রকাশিত: জুন ২৫, ২০২৪, ১০:৫৩ দুপুর
আপডেট: জুন ২৫, ২০২৪, ১২:৩৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

সেমিতে ওঠার দারুণ সুযোগ পেয়েও সেটা গ্রহণ করতে পারলো না বাংলাদেশ। ১২.১ ওভারে ১১৬ রান করতে হবে। শুরুটাও তেমন মারমুখি করেছিলো বাংলাদেশ; কিন্তু মাঝের ওভারগুলোতে ব্যাটাররা পারলেন না বিগ শট খেলতে। পারলেন না দ্রুত রান তুলতে। যার ফলে ১২.১ ওভার কিংবা ১৩ ওভারের মত জয়ও হলো না টাইগারদের।
সুপার এইটের প্রথম দুই ম্যাচ বাজে খেলেও সেমিফাইনালে ওঠার দারুণ সুযোগটা পেয়েও কাজে লাগাতে পারলো না টাইড়াররা। তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয় কিংবা মাহমুদউল্লাহ রিয়াদ- কেউই আফগান বোলারদের সামনে একটু বুক চিতিয়ে দাঁড়াতে পারলেন না।
একপ্রান্তে লিটন দাস দাঁড়িযে থেকে বেশ ভালোভাবে চেষ্টা করেছিলেন রানকে এগিয়ে নিতে। কিন্তু লাভ হয়নি। অন্যদের ব্যর্থতায় সেমিতে ওঠা হলো না।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০১।
মাঝে দু’বার বৃষ্টি হওয়ায় এক ওভার কমিয়ে দেয়া হয়েছে বাংলাদেশের। ১৯ ওভারে করতে হবে ১১৪ রান। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS