ভিডিও

ইংল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচে ঘুষ নিয়ে নিষিদ্ধ রেফারি!

প্রকাশিত: জুলাই ০৯, ২০২৪, ০৪:২৫ দুপুর
আপডেট: জুলাই ০৯, ২০২৪, ০৪:২৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড-নেদারল্যান্ডসের সেমিফাইনালের আগে আলোচনায় রেফারি। বুধবার এই ম্যাচের জন্য উয়েফা’র নিযুক্ত রেফরি ম্যাচ ফিক্সিংয়ে নিষিদ্ধ হয়েছিলেন। ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যাম তার সততা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

ইংল্যান্ড ও নেদারল্যান্ডনের ম্যাচে রেফারিং করবেন ফেলিক্স জোয়ায়ের, যিনি ২০০৫ সালে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। রবার্ট হয়জের নামের আরেক রেফারির কাছ থেকে ৩০০ ইউরো ঘুষ নিয়েছিলেন তিনি। ২০০৫ সালে একটি তদন্তে প্রমাণ পাওয়া যায়, আগের বছর মে মাসে ভারদার ব্রেমেন অ্যামেচারের বিপক্ষে আরেক জার্মান ক্লাব এসভি ভুপার্টালের পক্ষে সিদ্ধান্ত দিতে ঘুষ নিয়েছিলেন জোয়ায়ের।

২০২১ সালে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের ও বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচেও ছিলেন জোয়ায়ের। ৩-২ গোলে হারের পর ডর্টমুন্ডের তৎকালীন খেলোয়াড় বেলিংহ্যাম ম্যাচ শেষে তাকে নিয়ে খোঁচা দেন। ওই ম্যাচে তার দলের পেনাল্টি প্রত্যাখ্যান করেন ওই রেফারি এবং বায়ার্নকে একটি পেনাল্টি দেন। বেলিংহ্যাম বলেছিলেন, ‘এই ম্যাচে অনেক সিদ্ধান্ত যাচাই করতে পারেন। জার্মানির সবচেয়ে বড় ম্যাচে এমন একজন রেফারি, যিনি আগে ম্যাচ ফিক্সড করেছিলেন। আপনি কী প্রত্যাশা করতে পারেন?’ ওই মন্তব্যের কারণে বেলিংহ্যামকে ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল। ইংলিশ মিডফিল্ডারের পাশে দাঁড়ান ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হ্যান্স-জোয়াখিম ওয়াজকে, ‘আসলে জুড তো মিথ্যা বলেনি, যদিও অনেক আগের ঘটনা। এমন বক্তব্য তার দেওয়া উচিত হয়নি, যদিও আমি অসত্য কিছু দেখছি না। এজন্য জুড কোনও পরিণতি ভোগ করবে, সেটা প্রত্যাশা করিনি।’

জোয়ায়ের গত মঙ্গলবার রোমানিয়ার বিপক্ষে নেদারল্যান্ডসের ৩-০ গোলে শেষ ষোলো জয়ের ম্যাচেও ছিলেন। তার নিযুক্তি নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেনি এফএ। ইংল্যান্ডের ডিফেন্ডার লুক শ বলেছেন, ‘রেফারি তো বাছাই করা হয়েই গেছে। আমাদের এখন তৈরি হতে হবে, ওদিকে মন দেওয়া যাবে না।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS