ভিডিও

আর্জেন্টিনাকে সতর্ক করলেন কলম্বিয়ার কোচ

প্রকাশিত: জুলাই ১১, ২০২৪, ০৩:৫৬ দুপুর
আপডেট: জুলাই ১১, ২০২৪, ০৩:৫৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলকে ও উরুগুয়েকে হারিয়ে কোপার ফাইনালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। ফাইনালে শিরোপার লক্ষ্য নিয়ে দলটি নামবে আর্জেন্টিনার বিপক্ষে। 

কলম্বিয়াকে ফাইনালে তুলে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন দলটির কোচ নেস্টর লরেঞ্জো। যেখানে দাবি করেছেন, ফাইনালে ফেভারিট আর্জেন্টিনা, তবে তার শিষ্যরাও হয়ে আছে ‘ক্ষুধার্থ’। এবারের আসরে অপরাজিত তো বটেই, শেষ পরীক্ষায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া টানা ২৮ ম্যাচে অপরাজিত। তাই মেসিদের বিপক্ষে নামার আগে লিওনেল মেসির দলকে সতর্ক করে দিয়ে লরেঞ্জো বলেন, ‘আমরা এমন একটা দল যারা নায়ক হতে চায়, যারা কিছু জিততে চায়।’

উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় দশজন নিয়ে খেলেও লিড ধরে রাখে কলম্বিয়া। ম্যাচ শেষে দ্বিতীয়ার্ধে দলের পরিকল্পনা জানান আর্জেন্টিনার হয়ে ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে খেলা লরেঞ্জো। তবে কোনো অবস্থায়ই যে লাল কার্ড কাম্য ছিল না, সেটি স্পষ্ট করেই বলেন কলম্বিয়া কোচ। তিনি বলেন, মূল বিষয় হলো, আমরা কখনও একজন কমে যেতে চাই না। মাঠে ১০ জন নিয়ে একই পারফরম্যান্স ধরে রাখা প্রায় অসম্ভব। যেসব দল প্রতিপক্ষের ওপর দাপট দেখায়, একজন কমে যাওয়ার পর তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। আমরা তাই পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করেছি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS