ভিডিও

ইউরো কাপের ফাইনালে এগিয়ে গেল স্পেন

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০২:১৮ রাত
আপডেট: জুলাই ১৫, ২০২৪, ০২:৪৬ রাত
আমাদেরকে ফলো করুন

মাঠে গড়িয়েছে ইউরো কাপ ২০২৪ এর ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি স্পেন ও ইংল্যান্ড। আপাতত ম্যাচে এক গোলে এগিয়ে গেছে স্পেন। প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও বিরতির পরই ম্যাচে ১-০ গোলে লিড নিয়েছে স্প্যানিশরা। ম্যাচের ৪৬ মিনিটে  ডি বক্সে বল পেয়ে বাম পায়ের প্লেসিং শটে দলকে এগিয়ে নেন নিকো উইলিয়ামস।  
তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেন কী সংখ্যাটা চারে উন্নীত করবে নাকি প্রথমবারের মত ইউরো কাপের শিরোপা ঘরে তুলবে ইংল্যান্ড?- বার্লিনে সেটারই নিষ্পত্তি হয়ে যাবে কিছু সময়ের মধ্যেই।
সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠান শেষে শিরোপা নির্ধারণী ম্যাচ বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হয়। তবে ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। 
দেখা যাক, ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের ৫৮ বছর পর কী আরও একটি বড় শিরোপা জিততে পারবে ইংল্যান্ড? নাকি তারুণ্যের পসরা সাজিয়ে যে ভয়ঙ্কর সুন্দর ফুটবল উপহার দিচ্ছে স্প্যানিশরা- তার জয় হবে? ম্যাচে অবশ্য এখন তারাই নিয়ন্ত্রনে রয়েছে। 
স্পেন : উনাই সাইমন, ডানি কারভাজাল, লি নরমান্ড, অমারিক লাপোর্তে, মার্ক কুকুরেলা, ফাবিয়ান রুইজ, রড্রি, ডানি ওলমো, লামিন ইয়ামাল, আলভারো মোরাতা, নিকো উইলিয়ামস
ইংল্যান্ড : জর্ডান পিকফোর্ড, কাইল ওয়াকার, জন স্টোনস, মার্ক গুয়েহি, বুকায়ো সাকা, কোবি মেইনু, ডিক্লান রাইস, লুক শ, জুড বেলিংহাম, ফিল ফোডেন, হ্যারি কেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS