ভিডিও

দেশি কোচ নিয়োগ প্রসঙ্গে যা বললেন পাপন

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৪, ০২:২১ দুপুর
আপডেট: জুলাই ৩০, ২০২৪, ১০:৩৪ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য কাঠগড়ায় টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার বিকল্প হিসেবে অনেকেই চান দেশি কোচকে জাতীয় দলের প্রধান হিসেবে দেখতে। তবে বিসিবি কী চায় সে বিষয়েই ব্যাপক আলোচনা হয়েছে বিভিন্ন সময়ে।

দেশি কোচ নিয়োগ না হওয়ার পেছনে অনেকেই আঙুল তুলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে। 
অবশ্য বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানালেন ভিন্ন কথা। সম্প্রতি গণমাধ্যমকে তিনি বলেন দেশি কোচরা আবেদনই করেন না।

গত রোববার নিজ কার্যলয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশি কোচ প্রসঙ্গে পাপন বলেন, ‘আপনারা যেই কথা বলেন না? মানে কেন বললেন এই প্রশ্ন আপনাদের কতবার এটার উত্তর দিছিলাম। আমরা চাইনি লোকাল? কেউ তো এপ্লাই করে না, না কেউ এপ্লাই করেছে দেখেন এ সমস্ত কথা আপনারা বলেন। আমি ওমুক হতে চাই, ওমুক হতে চাই কেউ কোনদিন আমাদের কাছে বলে না।’ 

পাপনের বক্তব্য, ‘আপনাদের কাছে বলে আমরা যখন ডাকি আমরা যখন অফার দিই তখন কেউ আমদের কাছে কথা বলে না আবেদনও করে না। কাজেই এগুলা এর আগে বিদেশে আছে তারাও বলেছে, আমাকে কেউ বলে না। আপনারা যদি মনে করেন ফরমালি পত্রিকায় দিয়ে আমরা ইনভাইট করলাম।’

পাপন আরও বললেন, ‘আপনারা যদি মনে করেন দেশের একটা ক্লাবের কোচ করা বা একটা ফ্রাঞ্চাইজির করা আর আইসিসি ওয়ার্ল্ড কাপ টিমের সাথে খেলা এক জিনিস না। এই কথাটা যতদিন আপনারা না বুঝবেন ততদিন আমার আসলে কিছু বলার নেই।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS