ভিডিও

পাকিস্তান সিরিজের দল ঘোষণা নিয়ে যা বললেন নির্বাচক

প্রকাশিত: আগস্ট ০৮, ২০২৪, ০১:২০ দুপুর
আপডেট: আগস্ট ০৮, ২০২৪, ০১:২০ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই ক্রিকেটাঙ্গনেও বিরাজ করছে অস্থিরতা। তারপরেও থেমে নেই ক্রিকেটের চর্চা। জাতীয় দলের ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস গতকালই জানিয়েছিলেন, গ্রাউন্ডসম্যানরা ৬ তারিখ থেকেই নিজেদের কাজ গুছিয়ে নিয়েছেন। মাঠে অনুশীলন করতে ক্রিকেটারদের সমস্যা হয়নি। সব ঠিক থাকলে তাই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৬ আগস্ট বাংলাদেশ দল পাকিস্তানে যাবে। অবশ্য পিসিবি বোর্ড প্রস্তাব রেখেছে তারা চাইলে আগেও যেতে পারবে। এদিকে বর্তমান পরিস্থিতিতে দুই দিনের জন্য পিছিয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর। শুক্রবার দেশ ছাড়ার কথা তাদের। 

পুরোদমে অনুশীলন শুরু হলেও জাতীয় দলের স্কোয়াড এখনো ঘোষণা করেনি বিসিবি। অবশ্য বিসিবি’র সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক সম্ভাব্য সময় জানিয়েছেন দল ঘোষণার। পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার আগে দল ঘোষণা হতে পারে বলে নিশ্চিত করেন এই নির্বাচক। তবে জাতীয় দলের আগেই এ দলের সঙ্গে পাকিস্তান সফরে যাবেন রাজ্জাক। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS