ভিডিও

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টে নিষিদ্ধ দর্শক!

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০২:৫৪ দুপুর
আপডেট: আগস্ট ১৫, ২০২৪, ০৪:১৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : নির্ধারিত সময়ের আগেই পাকিস্তান গেছে বাংলাদেশ দল। আসন্ন এই সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট হবে রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট। এরপর ৩০ আগস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ও শেষ টেস্টে কোনো দর্শক থাকবেন না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার (১৪ আগস্ট) জানিয়েছে, দর্শকশূন্য স্টেডিয়ামে হবে ওই ম্যাচ।

মূলত আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে পাকিস্তানের বিভিন্ন স্টেডিয়ামের শুরু হয়েছে  সংস্কারকাজ। করাচির ন্যাশনাল স্টেডিয়ামেও উন্নয়নকাজ চলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, এ কারণেই দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। পিসিবি বলছে, দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের ‘কঠিন সিদ্ধান্ত’ একান্ত বাধ্য হয়েই নিয়েছে তারা।

বাংলাদেশ-পাকিস্তান করাচি টেস্টের টিকিট বিক্রি না করার ঘোষণা দিতে গিয়ে পিসিবি জানায়, ‘ভক্তদের স্বাস্থ্য ও নিরাপত্তাকেই আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই। খুব সতর্কতার সঙ্গে সব ধরনের বিকল্প নিয়ে ভাবার পরেই আমরা দর্শকশূন্য স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি আয়োজন করার সবচেয়ে নিরাপদ পথ বেছে নিয়েছি।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS