ভিডিও

টেস্ট চ্যাম্পিয়নশিপের র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৪:৩৫ দুপুর
আপডেট: আগস্ট ২৬, ২০২৪, ০৫:১৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বড় জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়নশিপ র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে সিরিজে শুরুর আগে বাংলাদেশ পয়েন্ট টেবিলের নিচের দিকেই ছিল। এদিকে বাংলাদেশের কাছে প্রথমবারের মতো হেরে পাকিস্তান নেমে গেছে আট নম্বরে।

এর আগে চ্যাম্পিয়নশিপের টেবিলে বাংলাদেশের অবস্থান আট নম্বরে ছিল, যেখানে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ তাদের নিচে ছিল। এখন দুই ধাপ এগোলো বাংলাদেশ। শীর্ষ দুই দল হিসেবে বর্তমানে ভারত এবং অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে রয়েছে। ভারতের পয়েন্ট শতাংশ ৬৮.৫২, আর অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬২.৫০ শতাংশ। শ্রীলঙ্কা বাংলাদেশের মতোই পাঁচ ম্যাচে দুইটি জয় তুলে নিয়েছে। তবে হেড টু হেড পারফরম্যান্সে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। তাদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ হেরেছিল বাংলাদেশ। ফলে তাদের অবস্থান শান্তর দলের উপরে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS