ভিডিও

অটোরিকশা চলাচলকে কেন্দ্র করে বগুড়া-নওগাঁ রুটে ৪ ঘণ্টা বাস চলাচল বন্ধ

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০৮:৪১ রাত
আপডেট: অক্টোবর ১৩, ২০২৪, ০৮:৪১ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : সিএনজি চালিত অটোরিকশা চলাচলকে কেন্দ্র করে আজ রোববার (১৩ অক্টোবর) বগুড়া-নওগাঁ মহাসড়কে  ৪ ঘণ্টার বেশি সময় বাস চলাচল বন্ধ ছিল।

আজ রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে শহরতলীর চারমাথায় কেন্দ্রীয় বাসটার্মিনালের সামনে সিএনজি চালিত অটোরিকশায় নওগাঁগামী যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিকদের সাথে বাকবিতন্ডা হয়। এসময় বাস শ্রমিকরা সিএনজি চালিত অটোরিকশা আটক করে।

পরে সিএনজি চালিত অটোরিকশার পক্ষ নিয়ে কিছু লোক এসে বাস শ্রমিকদের সাথে হট্টগোল করে। এসময় বাস শ্রমিকরা বগুড়া-নওগাঁ মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। এর সাথে সাথে বগুড়া- নওগাঁ, বগুড়া- সান্তাহার, বগুড়া-আবাদপুকুর, বগুড়া-আক্কেলপুর, বগুড়া-চাঁপাপুর রুটে সকল বাস চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পরিবহন মালিক-শ্রমিকদের সাথে যৌথবাহিনীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যৌথবাহিনীর হস্তক্ষেপে সৃষ্ট জটিলতা নিরসন হলে দুপুর দেড়টায় ওই সকল রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।

সভায় বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনউদ্দিন, সদর ট্রাফিক ফাঁড়ি ইনচার্জ  টিআই (প্রশাসন) মো: সালেকুজ্জামান, বাস মিনিবাস মালিক সমিতির পক্ষে এরশাদুল বারী এরশাদ, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ১৭ অক্টোবর বাস মালিক, শ্রমিক ও সিএনজি মালিক সমিতি যৌথভাবে বৈঠক করে বগুড়া মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করবে বলে জানান মালিক শ্রমিক নেতৃবৃন্দ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS