ভিডিও শনিবার, ২৩ আগস্ট ২০২৫

হবিগঞ্জে দুস্থ নারীদের বিতরণের ৭২ বস্তা চাল উদ্ধার, আটক ৪    

হবিগঞ্জে দুস্থ নারীদের বিতরণের ৭২ বস্তা চাল উদ্ধার, আটক ৪    

নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাঠানটুলা মহল্লায় সঞ্জব আলী নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে দুস্থ নারীদের মধ্যে বিতরণের ৭২ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় আটক করা হয়েছে চারজনকে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১টায় অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন

আটক ব্যক্তিরা হলেন উপজেলা সদরে যাত্রাপাশা মহল্লার ধান-চাল ব্যবসায়ী সঞ্জব আলী, তার ছেলে নূর আলম এবং ইজিবাইক চালক আফজাল মিয়া ও মোশাহিদ মিয়া।
 
ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ৩০ কেজি করে ৭২ বস্তায় দুই হাজার ১৬০ কেজি চাল ওই ব্যবসায়ী উপকারভোগীদের কাছ থেকে নামমাত্র মূল্যে কিনেছিলেন। খবর পেয়ে রাতে সেনাবাহিনীর বানিয়াচং ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার খলিলুর রহমানের নেতৃত্বে গোডাউনে অভিযান চালিয়ে এসব চালসহ চারজনকে আটক করা হয়।
 
বানিয়াচং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি জানান, এ ঘটনায় মামলা দায়ের করে আটক চারজনকে থানায় সোপর্দ করা হবে।
 
অভিযানে উপস্থিত পার্শ্ববর্তী দক্ষিণ পশ্চিম ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান মামুন জানান, বৃহস্পতিবার ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৩১৪ জন নারীকে বিনামূল্যে এক বস্তা করে ভিডব্লিউবির চাল দেওয়া হয়। তখন ব্যবসায়ী সঞ্জব আলী কয়েকজন ইজিবাইক চালকের মাধ্যমে নামমাত্র মূল্যে ৭২ বস্তা চাল কিনে গোডাউনে রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩’র অভিযানে চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় নার্সারিতে সরকারি নিষেধাজ্ঞার পরও আকাশমনি চারা

সিরাজগঞ্জের এনায়েতপুরে সরকারি ৩৫ বস্তা চাল উদ্ধার

বগুড়ার ধুনটে যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের, ফিরলেন সোহান-সাইফ

পাবনায় শোরুমে জুয়ার আসর, আটক ৯