মেহেরপুরে পাঁচ কেজি গাঁজাসহ দুই কারবারি আটক

নিউজ ডেস্ক: মেহেরপুরের গাংনীতে পাঁচ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আজিবর রহমানের ছেলে শামীম ওরফে রাজু (২৮) ও একই এলাকার রতন আলীর ছেলে মোমিনুল ইসলাম (২১)।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
মন্তব্য করুন