ভিডিও রবিবার, ১৭ আগস্ট ২০২৫

স্টেশন মাস্টারের উপর হামলার জেরে ট্রেন চলাচল বন্ধ

স্টেশন মাস্টারের উপর হামলার জেরে ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এক যাত্রীর আত্মীয় স্বজনদের হামলায় রেল স্টেশন মাস্টার গুরুতর আহত হয়েছেন। এতে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এগারসিন্দুর গোধূলি ট্রেন বন্ধ রয়েছে। ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শনিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি জানান, ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতি ভৈরব স্টেশনে পৌঁছালে কিশোরগঞ্জ স্টেশন মাস্টার খলিলুর রহমান ও তার স্ত্রী একটি কেবিনে ওঠেন। কিন্তু ওই কেবিনে থাকা এক নারী যাত্রী স্টেশন মাস্টার ও তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আপনার টিকিট কেটে উঠছেন কিনা। এছাড়াও টিকিট দেখাতে বলেন। ফলে পরের স্টেশন কুলিয়ারচর থেকে স্টেশন মাস্টার তার স্ত্রী টিকিট কেটে আনেন। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ট্রেনটি কিশোরগঞ্জে থামতেই ওই যাত্রীর স্বজন স্টেশন মাস্টার খলিলুর রহমানের উপর হামলা করে। তাকে গুরুতর অবস্থায় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার জেরে স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা প্রতিটি রুমে তালা লাগিয়ে চলে যায়। এতে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর ১২টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়া এগারসিন্দুর গোধূলি ট্রেন বন্ধ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগ নেতাকে সহকারী অধ্যাপক পদে নিয়োগের সুপারিশ

ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মাইল বেগে ধেয়ে আসছে হ্যারিকেন অ্যারিন

প্রবাসে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হঠাৎ অসুস্থ, জরুরি ঢাকায় প্রেরণ

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

দৈনিক উত্তর কোণ‘র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কর্তন