টাকা চুরির প্রতিবাদ করায় বাবাকে হাত-পা বেঁধে নি-র্যা-ত-ন
সাতক্ষীরায় টাকা চুরির প্রতিবাদ করায় শিক্ষক বাবাকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে নিজের ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে।
আজ সোমবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অরবিন্দ মণ্ডল (৮০) ওই এলাকার বাসিন্দা। সে সরকারি প্রথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন।
আরও পড়ুনস্থানীয়রা জানায়, অরবিন্দ তার জমি বিক্রির টাকা নিজ ঘরে রাখেন। তবে সেই টাকা মাঝে মাঝে চুরি করে তার ছেলে বিশ্বনাথ মণ্ডল ও ছেলের বউ কবিতা মণ্ডল। এর প্রতিবাদ করায় মাঝে মাঝেই বাবাকে মারধোর করেন তারা। এক পর্যায়ে ঘটনার দিন টাকা সংক্রান্ত ব্যাপার নিয়ে আবারও বিবাদ তৈরি হয় বাবা ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে। এর পর বিশ্বনাথ ও কবিতা বৃদ্ধ বাবাকে হাতে ও পায়ে বেঁধে প্রকাশ্যে অমানুষিক ভাবে নির্যাতন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সন্তোষ কুমার মণ্ডল বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। আমি একাধিকবার শালিস বিচার করেছি কিন্তু বিশ্বনাথ ও তার বউ শোনেনা। একই ঘটনা তারা বারবার ঘটায়। আমি শিক্ষকের মেয়েদেরকে খবর দিয়েছি। আর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছি।’
মন্তব্য করুন