ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

পাকিস্তানে কোরবানির হাট কাঁপাচ্ছে ৮০ লাখের ‘ইমরান খান’!

পাকিস্তানে কোরবানির হাট কাঁপাচ্ছে ৮০ লাখের ‘ইমরান খান’!। ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কোরবানির হাটে এ বছর সবার নজর কেড়েছে এক বিশালাকার ষাঁড়। যার আবার নাম রাখা হয়েছে ‘ইমরান খান’। অনেকেই মজা করে বলছেন, “এটা শুধু ষাঁড় না, এটা যেন একটা চলমান পাহাড়।’ পাঞ্জাবের বিখ্যাত এক খামার থেকে আনা হয়েছে এই ষাঁড়টি, যার ওজন প্রায় ১৮০০ কেজির। বিশাল দানবাকৃতির শরীর, লম্বা শিং, আর চকচকে গায়ের গঠন, সব মিলিয়ে হাটে তুললেই তাকে দেখতে রীতিমতো ভিড় লেগে যায়।

বিশাল এই ষাঁড়টির মালিক বলেন, ‘এইটা শুধু গরু না ভাই, এইটা আমার পরিবারের সদস্য। ৩ বছর ধরে একে নিজের সন্তানের মতো মানুষ করেছি। নাম দিয়েছি ‘ইমরান খান’। নামের পেছনে মানে আছে, ইমরান খান তো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর নাম। তার প্রতি ভালোবাসা থেকেই এই নাম দিয়েছেন বলেও জানান তিনি। ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট, উচ্চতা ৬.৫ ফুট আর ওজন ১৮০০ কেজি। যার দাম হাঁকা হচ্ছে ৮০ লাখ ৪ হাজার পাকিস্তানি রুপি।

আরও পড়ুন

ইতিমধ্যে টিকটক, ইউটিউব আর ইন্সটাগ্রামে “ইমরান খান”-এর ভিডিওগুলো মিলিয়ন বেশ সাড়া ফেলেছে। পাকিস্তানি হাটে এমন আকর্ষণীয় নাম আর বিশাল গড়নের গরু দেখে মানুষ যেমন বিস্মিত, আর সীমাহীন আনন্দিতও। এ বছর পাকিস্তানের কোরবানির হাটে যদি কোনো ষাঁড়কে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, তাহলে সেটা নিঃসন্দেহে এই ইমরান খান। এটি যেন কোরবানির হাটের এক জীবন্ত তারকায় পরিণত হয়েছে পাকিস্তানে!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

চাকরি দেওয়ার নামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলকর্মী নিহত

‘জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান’

জামালপুরে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন