ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

১৬ বছর বয়সীদের ভোটার বানাবে যুক্তরাজ্য

ছবি : সংগৃহীত,১৬ বছর বয়সীদের ভোটার বানাবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক : গণতান্ত্রিক ব্যবস্থায় বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য সরকার। আগামী নির্বাচনে ১৬ এবং ১৭ বছর বয়সীদের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে দেশটি। এই পরিবর্তন গণতন্ত্রের প্রতি জনসাধারণের আস্থা বৃদ্ধি করবে বলে মনে করছে দেশটির কর্তৃপক্ষ।

স্কটল্যান্ড এবং ওয়েলসে তরুণ ভোটারদের ক্ষেত্রে এমন নীতি বাস্তবায়নের পর সে পথেই হাঁটতে চাচ্ছে যুক্তরাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টি। তারা মনে করে, এর মাধ্যমে ভোট দেওয়ার অধিকারে সামঞ্জস্য তৈরি হবে।

এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, কাজে যোগ দেওয়ার জন্য তাদের (তরুণদের) বয়সটা যথেষ্ট। কর দেওয়ার জন্যও তাদের যথেষ্ট বয়স হয়েছে। আমার মনে হয় আপনি অর্থ ব্যয় করলে তা কোন খাতে ব্যয় হচ্ছে সেটা বলার সুযোগ থাকা উচিত। এছাড়া সরকারের কোন পথে যাওয়া উচিত সে বিষয়েও মতামত দিতে পারবেন তারা।

ভোটধিকারে এই পরিবর্তন আনতে পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন। তবে পার্লামেন্টে এই আইন পাস হওয়ার পথে তেমন বাধা থাকবে বলে মনে হয় না। কেননা গত বছর নির্বাচনী প্রচারণায় তরুণদের ভোটাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে লেবার পার্টি।

রাষ্ট্র ক্ষমতায় বসার পর থেকে কিয়ের স্টারমারের জনপ্রিয়তায় ভাটা লেগেছে। দেশটির চলমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় তার সরকার ধারাবাহিকভাবে ভুল সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। বেশিরভাগ জনমত জরিপে তার দল নাইজেল ফ্যারাজের ডানপন্থী রিফর্ম ইউকে পার্টির পরের স্থানে রয়েছে।

আরও পড়ুন

তবে ১৬-১৭ বছর বয়সী তরুণ ভোটারদের নিয়ে করা জরিপে লেবার পার্টির অবস্থান খুব ভালো। এই জরিপটি করেছে মার্লিন স্ট্রেটেজি নামের একটি প্রতিষ্ঠান। যেখানে প্রায় ৫০০ তরুণ অংশ নেয়। 

সংবাদমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যানে দেখানো হয়েছে, বেশির ভাগ তরুণ লেবার পার্টিকে ভোট দেবে। যাদের সংখ্যা ৩৩ শতাংশ। অন্যদিকে ইউকে রিফর্ম পার্টিকে ভোট দেবে ২০ শতাংশ। গ্রিন পার্টিকে দেবে ১৮ শতাংশ। লিবারেল ডেমোক্রেটসদের দেবে ১২ শতাংশ। এক্ষেত্রে সবার শেষে অবস্থান করছে যুক্তরাজ্যের সাবেক সরকারি দল কনজারভেটিভ পার্টি। তাদের ভোট দেবে ১০ শতাংশ তরুণ।

সরকারি তথ্যানুযায়ী বর্তমানে যুক্তরাজ্যে ১৬ থেকে ১৭ বছর বয়সী তরুণের সংখ্যা ১৬ লাখ। মোট ভোটর সংখ্যা ৪ কোটি ৮০ লাখ। ২০০১ সালের পর থেকে এই সংখ্যা সবচেয়ে কম। দেশটিতে আগামী পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৯ সালে। সূত্র: রয়টার্স, বিবিসি, সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

চাকরি দেওয়ার নামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলকর্মী নিহত

‘জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান’

জামালপুরে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন