জনারণ্য সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা
রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ওলামা-মাশায়েখের ইসলামি মহাসম্মেলন। উদ্যানের মাঠ ছাপিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, শাহবাগ, দোয়েল চত্বর ও আশপাশের পুরো এলাকায় লোকে লোকারণ্য হয়ে আছে।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর থেকেই সম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হতে শুরু করেন হাজারও মানুষ। সম্মেলনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মুসল্লীরা জমায়েত হওয়ার ফলে এসব এলাকায় ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে দাওয়াত ও তাবলিগ, কওমি মাদ্রাসা ও দীনের হেফাজতের বিষয় নিয়ে আলোচনা করছেন বক্তারা। সেখানে সাদপন্থিদের বিরোধিতা করেও বক্তব্য দেওয়া হচ্ছে। তাদেরকে উদ্দেশ করে বলা হচ্ছে, বাতিলপন্থিদের হাতে কিন্তু তাবলিগকে ছেড়ে দেওয়া হবে না। এর আগে, কওমি মাদ্রাসাভিত্তিক আলেমরা একাধিক সংবাদ সম্মেলন করে সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও সাধারণ জনগণকে সম্মেলনে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন।
আরও পড়ুনপ্রসঙ্গত, ২০১৯ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথম পর্বে কওমিপন্থি আলেম ওলামা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং দ্বিতীয় পর্বে মাওলানা সাদের অনুসারীরা অংশ নেন। তবে এবার মাওলানা সাদের অনুসারীরা দাবি করছেন, তারা প্রথম পর্বে ইজতেমা করতে চান। এই দাবি নিয়ে কওমি মাদ্রাসাভিত্তিক আলেমরা বিরোধিতা জানান এবং তাদের পক্ষ থেকে এই ইসলামি মহাসম্মেলনের আয়োজন করা হয়।
মন্তব্য করুন