বগুড়ার সারিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দি হাটশেরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তহিদুল ইসলাম (৩৬)কে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত তহিদুল ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের ছেলে এবং নিজবলাইল দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সারিয়াকান্দি থানার পুলিশ গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তহিদুল ইসলামের বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গত ২০২০ সালে, বগুড়া-১ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকিরের গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর জীপগাড়ি ভাংচুর, ও ককটেল বিস্ফোরণ করাসহ বাড়িঘরে আগুন দেয়া হয়।
এ বিষয়ে সম্প্রতি হাটশেরপুর বিএনপির এক নেতা বাদি হয়ে সারিয়াকান্দি থানায় একটি বিস্ফোরক এবং অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করেন। তহিদুল ইসলামকে এ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুনসারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, তহিদুল ইসলামকে আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন